Welcome to my blog

সোমবার, ৯ জুলাই, ২০১৮

কোটার খাচায় বন্দি মেধা- মোঃ মাহবুব

মোঃ মাহবুব

আমি রক্ত চক্ষু ভয় করিনা
অধিকার ফিরিয়ে দে

আমি হিংস্র কোন শাষক চাইনা
স্বাধীন বাংলাদেশে

ছিড়ছো কাপড় মারছো গুলি
দিচ্ছো গুমের ভয়
৩০ লক্ষ জীবন দিয়েছে 
আরও দিবো, যদি দিতে হয়

ভয় করিনা হামলা মামলা
ভয় করিনা গুলি
প্রঙ্গাপনটা জারি করুন
চাইনা মধুর বুলি

ভয় করিনা জঙ্গিলীগ 
আর,ভয় করিনা লাঠি
রক্ত দিয়ে কিনে আনছি
বাংলাদেশের মাটি

স্বাধীন দেশে বৈষম্যের 
ঠাঁই হবেনা কভু
ন্যায্য দাবী নিয়ে আসছি
সঙ্গে আছেন প্রভু

জীবন দেবো রক্ত দেবো
আনবো অধিকার
ইতিহাসে সাক্ষী থাকবো
এ বাংলা আমার

রক্ত নিবা রক্ত দেবো 
পদ্মা মেঘনা ভরে
বিজয় নিয়েই ঘরে ফিরবো
বলছি কসম করে।

ব্রিটিশ নয়রে পাকিস্তান নয়
বাংলাদেশে আছি
লড়াই করে মরি আমরা
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Most Recent

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

লেবেল

HSC ICT Book

SSC ICT Book

Definition List