১। "চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ "
জনসার্থে।
ধন্যবাদ সবাইকে।
জনসার্থে।
"চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ "
আজকেও একজন রোগী নিয়ে গেলাম।
হাসপাতালটার সবকিছু এতটা ভাল হবে সেটা আশা করিনি। ২৪ঘন্টা সেবা, নার্স থেকে ডাক্তার সবাই অনেক ফ্রেন্ডলি। আর কারো টাকার সমস্যা থাকলে সেটা রিসিপশনে বা ডাক্তারকে বললে একদম কম টাকা ১০০-১৫০টাকায় দেখানো যায়। আর তাও দিতে অপারগ হলে তাও ডাক্তারকে বললে নেয়নাহ। এবং ওখানে স্টিকারো লাগানো আছে যেখানে লিখাই আছে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে নাপারলে নিঃসংকোচে ডাক্তারকে সরাসরি বলতে। লিখার সাথে কাজের মিল থাকবে সেটা আসা করিনি। তাদের সেবা পাওয়ার জন্য ও তেমন অপেক্ষা করতে হয়নি।
কিছুক্ষনের জন্য ভুলেই গিয়েছিলাম আসলেই কি বাংলাদেশের হাসপাতালে আছি নাকি অন্য দেশের।
আজকেও একজন রোগী নিয়ে গেলাম।
হাসপাতালটার সবকিছু এতটা ভাল হবে সেটা আশা করিনি। ২৪ঘন্টা সেবা, নার্স থেকে ডাক্তার সবাই অনেক ফ্রেন্ডলি। আর কারো টাকার সমস্যা থাকলে সেটা রিসিপশনে বা ডাক্তারকে বললে একদম কম টাকা ১০০-১৫০টাকায় দেখানো যায়। আর তাও দিতে অপারগ হলে তাও ডাক্তারকে বললে নেয়নাহ। এবং ওখানে স্টিকারো লাগানো আছে যেখানে লিখাই আছে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে নাপারলে নিঃসংকোচে ডাক্তারকে সরাসরি বলতে। লিখার সাথে কাজের মিল থাকবে সেটা আসা করিনি। তাদের সেবা পাওয়ার জন্য ও তেমন অপেক্ষা করতে হয়নি।
কিছুক্ষনের জন্য ভুলেই গিয়েছিলাম আসলেই কি বাংলাদেশের হাসপাতালে আছি নাকি অন্য দেশের।
আসলেই অনেক ভাল একটা হাসপাতাল।
এখন যেহেতু প্রাইভেট হাসপাতাল গুলো বন্ধ সেহেতু কম সময়ে ঝামেলাহীন ভাবে চিকিৎসা সেবা পাওয়ার জন্য এইখানে রোগীকে নিয়ে আসতে পারেন।
এখন যেহেতু প্রাইভেট হাসপাতাল গুলো বন্ধ সেহেতু কম সময়ে ঝামেলাহীন ভাবে চিকিৎসা সেবা পাওয়ার জন্য এইখানে রোগীকে নিয়ে আসতে পারেন।
এই হাসপাতালের ঠিকানাঃ
শমসের পাড়া,চান্দগাও,চট্টগ্রাম।
শমসের পাড়াকে এখানে স্থানীয় ভাষায় "হংস পাড়া মেডিকেল " বলে এবং এই নামেই বেশিরভাগে চিনে।
আর এটা অক্সিজেন এবং আতুরার ডিপু এর মাঝা মাঝি এরিয়ায় অবস্থিত। আতুরার ডিপু থেকে ভিতর দিয়ে যেতে হয়।
Written by: Rohan Khan
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন