Welcome to my blog

সোমবার, ৯ জুলাই, ২০১৮

কোটা বাতিল নয়, সংস্কারের প্রজ্ঞাপন চাইলো ছাত্র ইউনিয়ন

কোটা বাতিল নয়, সংস্কারের প্রজ্ঞাপন চাইলো ছাত্র ইউনিয়ন


কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর অব্যাহত হামলা, দমনপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে বামপন্থী এ ছাত্র সংগঠনটি কোটা বাতিল নয়, বরং সংস্কার করার প্রজ্ঞাপন  দাবি করেছে। 
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন নন্দী, সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রুহুল আমিনসহ আরও অনেকে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, সরকার চলমান কোটা পদ্ধতি সংস্কার না করে পুরোপুরি বাতিল করার মধ্য দিয়ে ষড়যন্ত্রের বীজ বোপন করেছে। একইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নায্য অধিকারের দাবি, বাকস্বাধীনতা দমিয়ে রাখতে ধারাবাহিকভাবেই হামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ। যা স্বৈরাচার এরশাদের পেটোয়া বাহিনী এনএসএফকেও হার মানিয়েছে। অবিলম্বে কোটা সংস্কারের মধ্য দিয়ে চলমান সংকটের আশু সমাধান দাবি করেন তিনি।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Most Recent

মোট পৃষ্ঠাদর্শন

Blogger দ্বারা পরিচালিত.

লেবেল

HSC ICT Book

SSC ICT Book

Definition List